২৯ নভেম্বর ২০২০

গলনাঙ্কের উপর চাপের প্রভাব ব্যাখ্যা কর।

গলনাঙ্কের উপর চাপের প্রভাব দুভাগে হতে পারে -

১. কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বৃদ্ধি পায় ( মোম, তামা)  তাদের ক্ষেত্রে চাপ বাড়লে পদার্থের গলনাঙ্ক বেড়ে যায়৷ বর্ধিত চাপ আয়তন বৃদ্ধি অসুবিধা করে দেয় ফলে গলনাঙ্ক বেড়ে যায়।

২. আবার যেসব পদার্থের আয়তন গলনের ফলে হ্রাস পায় ( ঢালাই লোহা, বরফ, অ্যান্টিমনি) তাদের ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়৷ এর ফলে বর্ধিত চাপ আয়তন সঙ্কোচনে সুবিধা করে দেয়। ফলে গলনাঙ্ক কমে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন