২২ অক্টোবর ২০২০

অনৈচ্ছিক পেশি বলতে কী বোঝায়?

যে সকল পেশি টিস্যুর সংকোচন ও প্রসারণ ইচ্ছাধীন নয় তাদেরকে অনৈচ্ছিক পেশি টিস্যু বলে। এ পেশি কোষগুলো মাকু আকৃতির। এদের গায়ে আরাআড়ি দাগ থাকে না। এজন্য এ পেশিকে মসৃন পেশিও বলা হয়। মেরুদন্ডী প্রাণীদের রক্তনালি,  পৌষ্টিকনালীর প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন