২০ অক্টোবর ২০২০

ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন?

ট্রলি ব্যাগের হাতল দ্বারা ট্রলি ব্যাগকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় হাতলে প্রযুক্ত বল দুইটি উপাংশে বিভক্ত হয়। একটি Fsinθ এবং অপরটি Fcosθ৷ Fsinθ উপাংশটি উপরের দিকে কার্যরত হয়, এবং Fcosθ উপাংশটি ব্যাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। হাতল লম্বা হলে θ এর মান কম হয়। এ অবস্থায় cosθ এর মান বেশি হয় এবং ট্রলির বেগ ধ্রুব রেখে টানতে কম বল লাগে।

এ কারণে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন